ফাহমিদার সঙ্গে গাইল পুলিশ
প্রকাশিত হয়েছে : ৫:৪২:৫৯,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। আর এ জন্য তৈরি করা হয়েছে থিম সং। গানটিতে পুলিশ বাহিনীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। নাঈম রহমানের কথায় এটির সুর ও সংগীত করেছেন আশরাফ বাবু। এর প্রথম লাইন হলো ‘ভালোবেসে দেশ ও দেশের মানুষ, আমরা আছি জেগে প্রহরায়’।
ফাহমিদা বলেন, ‘এটা বেশ আনন্দের অভিজ্ঞতা। সারাদিনের মজার সব ঘটনা হয়েছে সেখানে। নিজ পেশায় ব্যস্ত থাকলেও তারা অনেকেই বেশ ভালো গান গাইতে পারেন এটাও টের পেয়েছি। গানটি ২৫ জানুয়ারি বিটিভিতে প্রথমে প্রচার হবে। আর গানটির গীতিকার এবং সুরকার দুজনই পুলিশ বাহিনীতে কর্মরত।’
এদিকে সম্প্রতি কলকাতার শিল্পী রূপঙ্করের সঙ্গে প্রথমবারের মতো দ্বৈত অ্যালবামে গান গেয়েছেন ফাহমিদা। ‘নীল ঝিনুকের খাম’ নামের অ্যালবামটির সব কয়টি গান লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানগুলোর সুরও করছেন রূপঙ্কর। সংগীত পরিচালনায় আছেন ইন্দ্রজিত দে। ভালোবাসা দিবস উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করবে লেজার ভিশন।