ফারাহ খানের জন্মদিনে পুলিশের হানা
প্রকাশিত হয়েছে : ৯:৪৫:০৭,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক::
বলিউডের নামকরা পরিচালক ও প্রযোজক ফারাহ খান আনন্দে থাকতে পছন্দ করেন। তাই নিজের ৫০তম জন্মদিনটা পালন করছিলেন একটু ঘটা করেই। ক্যাটরিনা, কঙ্কনা, দীপিকা, অভিষেক-ঐশ্বরিয়াসহ অধিকাংশই তারকা উপস্থিত ছিলেন ওই উৎসবে। বন্ধুদের নিয়ে বাসার ছাদে উচ্চশব্দে গান বাজিয়ে নাচানাচি করে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ পুলিশ এসে বাগড়া বাধলো। পুলিশ জানায়, উচ্চশব্দে গান বাজানোয় প্রতিবেশীরা অভিযোগ জানিয়েছেন। আর তাৎক্ষণিকভাবেই বন্ধ হয়ে যায় পার্টি। এখানেই শেষ নয়, আয়োজককেও ধরে নিয়ে গেল পুলিশ। অনুমতি না নিয়ে উচ্চশব্দে আবাসিক এলাকায় গান বাজানোর অপরাধে জরিমানাটাও আদায় করে ছাড়ল।