ফাইনালে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১২:৪৭:০১,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। সফরকারীদের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে ছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছে (২-২) বাংলাদেশ।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হয় দুদলের শিরোপা লড়াই।
৬ জাতির এই টুর্নামেন্টে গ্রুপপর্ব ও সেমিফাইনাল পার হয়ে ২টি দল ফাইনালে উঠেছে। ফাইনাল খেলা দুটি দলই ‘এ’ গ্রুপের। সেমিফাইনালে ‘বি’গ্রুপ রানার্সআপ সিঙ্গাপুরকে হারায় মালয়েশিয়া। অপরদিকে ‘বি’গ্রুপ চ্যাম্পিয়ন থাইল্যান্ডকে হারিয়ে ‘এ’গ্রুপ রানার্সআপ বাংলাদেশ শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে।
মামুনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ খেলছে এই টুর্নামেন্টে। অপরদিকে, নাজিরুল নাঈমের নেতৃত্বে খেলছে মালয়েশিয়া অনূর্ধ্ব ২৩ দল।
খেলা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইনালে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেবেন।