ফাঁসি বন্ধে ইইউর আহ্বান
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:০৫,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের বিচারে ফাঁসির আদেশের আবারো তীব্র বিরোধিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অপেক্ষমান সব মৃত্যুদন্ড মুলতবি করারও আহ্বান জানিয়েছে এ সংস্থাটি।
ইউরোপীয় ইউনিয়নের ঢাকা অফিস থেকে আজ বৃহস্পতিবার পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে ইইউ জানায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালীন অপরাধের বিচার প্রক্রিয়া ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণে রেখেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় সম্ভাব্য মৃত্যুদন্ডের বিরুদ্ধে শুরু থেকেই উদ্বেগ জানিয়ে আসছে ইইউ। এঠিকে তারা অত্যন্ত নিষ্ঠুর এবং অমানবিক বলে বিবেচনা করে।
এর আগে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনেও মৃত্যুদন্ডের মত শাস্তির বিরোধিতা করে রায় পুনর্বিবেচনার আহ্বান জানান বাংলাদেশে নিযুক্ত সংস্থার নতুন রাষ্ট্রদূত পিয়েরে মায়াডুন। তবে সংস্থাটি মানবতাবিরোধী বিচারের বিপক্ষে নয় বলেও মন্তব্য করেন তিনি।






