ফাঁসির পক্রিয়া শুরু করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা কারাগারে
প্রকাশিত হয়েছে : ২:২০:৪৭,অপরাহ্ন ১১ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
আইজি প্রিজন ইফতেখার উদ্দিন, এডিশনাল আইজি প্রিজন কবির হোসেন ও ডিআইজি প্রিজন গোলাম হায়দার কারাগারে প্রবেশ করেছেন। আজ শনিবার সন্ধ্যার কিছু পরে তাঁরা প্রধান ফটক দিয়ে কারাগারে ঢোকেন। ধারণা করা হচ্ছে, জামায়াতে ইসলামী সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে প্রক্রিয়া শুরু করতেই কারাগারে প্রবেশ করেছেন আইজি প্রিজন।
কারা সূত্রে জানা গেছে, কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে চারজন জল্লাদ প্রস্তুত রয়েছে। এদের মধ্যে রানা নামের একজন জল্লাদ রয়েছে, যে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরে সহকারী জল্লাদের দায়িত্বে ছিল। প্রাণভিক্ষার জন্য তিনি কোনো আবেদন করবেন না বলে জানানোর পর গতকাল শুক্রবার তাঁর ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু হয়। তবে কাল রাতে সব প্রস্তুতির পরও রায় কার্যকর করা হয়নি।
এদিকে ফাঁসি কার্যকরের সময় ঘনিয়ে আসতে কারাগারের আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্ধ্যা থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে বিকেলে মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছেন তাঁর স্বজনেরা। আজ বিকেল চারটার সঙ্গে দেখা করতে যান তাঁরা। সোয়া এক ঘণ্টা পর তাঁরা বের হয়ে আসেন।