ফাঁকিবাজি করে বিশাল জরিমানা গুনলেন এমবাপে
প্রকাশিত হয়েছে : ৪:৪৬:৪০,অপরাহ্ন ১৬ মার্চ ২০১৯
স্পোর্টস ডেস্ক:: ছেলেবেলায় স্কুল-কলেজ পালানোর ঘটনা সবার জীবনেই আছে। ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে এখনও তার আগের দিনগুলো হয়তো ভুলতে পারেননি। বয়সটাই তো এখন কম। তাই এবার স্কুলের বদলে ফাঁকি দিয়েছেন টিম মিটিং। নিজে তো দেরি করেছেনই, সঙ্গে দেরি করিয়েছেন সতীর্থ আদ্রিয়ান রাবিওতঁকে। যার শাস্তি হিসেবে মাস্টারমশাইদের মতো কানমলা নয়; এমবাপের ক্লাব পিএসজি ১ লাখ ৮০ হাজার ইউরো জরিমানা ধরিয়ে দিয়েছে!
গত ২৮ অক্টোবর মার্শেই ম্যাচের আগে টিম মিটিংয়ে দেরি করে আসেন দুজন। এতদিন পর সেই অভিযোগের সাজা ঘোষিত হয়। শুধু এমবাপেই নয়; জরিমানা দিতে হয়েছে রাবিওতঁকেও। এই ফরাসী মিডফিল্ডারকেও জরিমানা করা হয়েছে এমবাপের সমান ১ লাখ ৮০ হাজার ইউরো। দুজনের কাছ থেকে প্রাপ্ত জরিমানার অর্থ জমা করা হবে পিএসজি ফাউন্ডেশনে। অভিযোগ ও জরিমানা- দুটোই মাথা পেতে নিয়েছেন ২০ বছর বয়সী এমবাপে এবং রাবিওতঁ। কোনো প্রকার বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়নি।
এদিকে স্প্যানিশ মিডিয়া বলছে, এই জরিমানা নিয়ে সৃষ্ট পরিস্থিতির পূর্ণ সুযোগ নেয়ার অপেক্ষায় ছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ! উদ্দেশ্য এমবাপেকে ভাগিয়ে নিয়ে যাওয়া। সুযোগ বুঝে এমবাপেকে রিয়ালের প্রতি নরম করা যায় এই ছিল পেরেজের উদ্দেশ্য। তবে এমবাপে ঠাণ্ডা মাথায় জরিমানা মেনে নেয়ায় রিয়ালের আশা আপাতত ভেস্তে গেছে। যদিও নেইমারকে পেতে ব্যর্থ হওয়ার পর এমবাপে-পিএসজি পরিস্থিতির দিকে নজর রেখেছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।