ফরহাদের কাছে মাশরাফির হার!
প্রকাশিত হয়েছে : ১২:৩৬:০১,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক :: প্রাইম ব্যাংক বনাম মোহামেডানের মধ্যকার ম্যচে ফরহাদ রেজার প্রাইম ব্যাংক মাশরাফির মোহামেডানকে ২০ রানে পরাজিত করে।
তবে জয়ের আনন্দ উপভোগ করতে অপেক্ষা করতে হয়েছে খানিকটা সময়। মুঠোফোনে যখন শুনলেন ম্যাচটা হেরে আবাহনী শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে তখনই কোলাকুলি, করমর্দন আর উল্লাসে প্রাইম ব্যাংকের উৎসব পূর্ণতা পেল।
৪ ওভার ১ বল বাকি থাকতে ২০ রানের জয় নিশ্চিত করে প্রাইম ব্যাংক।
প্রাইম ব্যাংকের ২৩০ রানের জবাবে ৯১ রানে ৬ উইকেট হারায় মোহামেডান। ম্যাচটা ওখানেই প্রায় শেষ। কিন্তু শেষ হয়েও যে হয় না শেষ! সপ্তম উইকেটে আরিফুল হক ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা তোলেন প্রতিরোধের দেয়াল।
২২ ওভার ৪ বলের জুটিতে যোগ করেন ১১০, তাতে মাশরাফির অবদান ৬২। ৭৬ বলের ইনিংসে পাঁচ বাউন্ডারির সঙ্গে মাশরাফি ছক্কাও মেরেছেন চারটা। এরপর মাশরাফি আউট হওয়ার পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে মোহামেডানের ইনিংস।
হাতে ৩ উইকেট রেখেও জয়ের জন্য ৭ ওভারে ৩০ রান তুলতে পারেনি তারা। মাত্র ১০ রানের মধ্যে পড়েছে শেষ ৪ উইকেট।
আরিফ-মাশরাফির জুটিতে যখন জয়টাই চোখে ভাসতে শুরু করেছে মোহামেডানের, তখনই নিজের পর পর দুই ওভারে দুই আঘাত হানেন ফরহাদ। ইনিংসের ৪৩তম ওভারের শেষ বলে মাশরাফি এলবিডব্লিউ, ৪৫তম ওভারের চতুর্থ বলে বোল্ড আরিফুল (৬০)। মাঝের ওভারে রাহাতুলও রান আউট। এরপর ৪৬তম ওভারে অমিতকে বোল্ড করে জয়টা নিশ্চিত করেন শুভাগত হোম।
বল হাতে মাশরাফি-আরিফের দেয়াল ভেঙে ফেলার আগে ব্যাট হাতেও প্রাইম ব্যাংককে বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়েছেন ম্যান অব দ্য ম্যাচ ফরহাদ রেজা। ১৪৪ রানে ৭ উইকেট হারানোর পরও যে দলটা ২৩০ করতে পারল, তার পুরো কৃতিত্বই এই অলরাউন্ডারের। চার ছক্কা আর আট বাউন্ডারিতে মাত্র ৫৬ বলে ৭৬ রান করেছেন।
অষ্টম উইকেটে তাইজুলের সঙ্গে গড়া ৪৬ রানের জুটিতে ফরহাদের অবদান ৩৬। আর তাসকিনের সঙ্গে ৪০ রানের নবম উইকেট জুটিতে ফরহাদ একাই করেছেন ৩৯!
শেষ পর্যন্ত মাশরাফির বলে নাঈমের ক্যাচ হয়ে থামে ‘ফরহাদ-ঝড়’। পরের বলে তাসকিনের উইকেটটিও নিয়েছেন মাশরাফি।
৪০ রানে ৪ উইকেট মাশরাফির ঝুলিতে জমা পড়ে। কিন্তু ব্যাটে-বলে এমন উজ্জ্বল দিনের শেষটা আর নিজের করে নিতে পারলেন না।