ফখরুল একজন ওয়ান্টেড আসামি : হানিফ
প্রকাশিত হয়েছে : ৭:৩৮:৫০,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘সন্ত্রাসী’ ও ‘ফেরারি আসামি’ দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, প্রেসক্লাব ফেরারি আসামি ও সন্ত্রাসীর থাকার জায়গা নয়।
হানিফ বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের দপ্তর, সন্ত্রাসীদের রাত্রীযাপনের জায়গা নয়। মির্জা ফখরুল একজন ওয়ান্টেড (ফেরারি) আসারি। আমি সাংবাদিকদের অনুরোধ জানাচ্ছি, তাকে আইনের হাতে সোপর্দ করুন।
মঙ্গলবার সকাল ১১ টায় দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থানকালে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের প্রতি এ আহ্বান জানান তিনি।
এসময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির চেয়ারপারসন নিজের স্বার্থে ও নিজের ষড়যন্ত্র বাস্তবায়ন করতেই অবরোধ কর্মসূচি দিয়েছেন। তাদের কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে। এজন্য আমি দেশের জনগণকে ধন্যবাদ জানাই।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি প্রমুখ।