ফখরুলের রিমান্ড নামঞ্জুর, কারাগারে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রকাশিত হয়েছে : ১১:২৬:৪০,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক:: রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ১০ দিনের রিমান্ডের আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে পল্টন থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পল্টন থানার ৬(১)১৫ নম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এ রিমান্ড আবেদন করেন।
গত ৩ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মতিঝিল থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মতিঝিল এজিবি কলোনির বায়তুল মামুর মসজিদ এলাকায় পেট্রল মেরে গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে মানুষ চেষ্টার অভিযোগে মির্জা ফখরুলের বিরুদ্ধে একটি মামলা করা হয়।