পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ পরিত্যাক্ত হল বাংলাদেশ অস্ট্রেলিয়ার
প্রকাশিত হয়েছে : ৮:২২:২৩,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক :: শেষ পর্যন্ত পরিত্যাক্ত হলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি। ব্রিসনের গ্যাবায় বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও তা বৈরী আবহাওয়ার জন্য সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সকল চেষ্টা ব্যর্থ হয় প্রকৃতির কাছে।
বৃষ্টির কারণে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি অবশেষে ১-১ পয়েন্ট ভাগাভাগি করে পরিত্যাক্তই হল । স্থানীয় সময় দুপুর দুইটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টা) ম্যাচটি শুরু হওয়ার কথা ছিলো। ম্যাচ রেফারি খেলাটি পরিত্যাক্ত করার জন্য অস্ট্রেলিয়া সময় সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর আড়াইটা) পর্যন্ত অপেক্ষা করার কথা থাকলেও আবহাওয়ার কারনে নির্ধারিত সময়ের আগেই ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হল ।
১-১ পয়েন্ট ভাগাভাগির হিসেবে বর্তমানে পুল এ’তে তৃতীয় স্থানে অবস্থান রইলো টাইগার বাহিনী।
ব্রিসবেন থেকে ৬০/৭০ কিলোমিটার দূরের শহরগুলোতে বৃষ্টি থেমে গিয়েছিল । ধারণা করা হচ্ছিল দুই/তিন ঘন্টার মধ্যে ব্রিসবেনের বৃষ্টিও থেমে গেলে শুরু হবে ম্যাচটি।
এর আগে দেরি করে ম্যাচটি শুরু হলে ২০ কিংবা ২৫ ওভারে কমিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছিল । দুই দলের খেলোয়াড়রা মাঠে এসেও পৌঁছেছিলেন । দুই দলের অধিনায়ক মাঠও পরীক্ষা করেছিলেন।
উল্লেখ্য, ঘুর্ণিঝড় ‘মার্সিয়া’র প্রভাবে বুধবার থেকে ব্রিসবেনে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ঝড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে বেশ কয়েকদিন ধরেই সংশয় দেখা দিয়েছিলো। বাংলাদেশের দর্শকরা টিভির সামনে বসে অপেক্ষা করছেন কখন শুরু হবে খেলাটি। বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশের সমর্থকদের মাঠেও আসতে দেখা যায় ।