প্রয়োজনে শুক্র-শনিবারও স্কুল খোলা থাকবে : শিক্ষামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১০:৫৪:৩১,অপরাহ্ন ১০ মে ২০১৫
নিউজ ডেস্ক :: শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, হরতাল-অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনে গ্রীষ্মের ছুটি সাত দিন কমিয়ে আনতে হবে। প্রয়োজনে একইসঙ্গে শুক্র ও শনিবার স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।
রোববার শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে হরতাল-অবরোধের ক্ষতি পুষিয়ে নেয়া সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন। এসময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ছুটি কমিয়ে আনার পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকালের পরীক্ষা বিকেলে নেয়া যায় কিনা সেটিও বিবেচনা করতে হবে।