‘প্রেসক্লাব থেকেই শুরু হবে বেইমান দমন’
প্রকাশিত হয়েছে : ১১:৩৩:৩০,অপরাহ্ন ১০ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
ভূয়া সদস্য পদ পাওয়ার জন্য যারা রাতের আধারে আপস করে তারা চিরদিনের জন্য বেইমান চিহ্নিত হবে উল্লেখ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ বলেন, আমরা এই প্রেসক্লাব থেকেই বেইমান দমন শুরু করবো। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের নিচতলায় আয়োজিত এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
রাতের আধারে ক্ষমতা দখল করা হয়েছে দাবি করে তিনি বলেন, নির্বাচন না করে যারা ক্ষমতায় এসেছে, যারা গণতন্ত্র মানে না তাদের সাথে নির্বাচনরে বাইরে কোন কথা হবে না।
প্রেক্লাবের নতুন কমিটিকে ডাকাত কমিটি আখ্যায়িত করে তিনি বলেন, ডাকাত তাড়ানোর জন্য প্রয়োজনে বাড়ি থেকে ছেলে-মেয়ে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসবো এবং কাফনের কাপড় নিয়ে আসবো কিন্তু এই ডাকাত কমিটিকে দমন করেই ছাড়বো।
নতুন কমিটিতে রাজাকারসহ বিভিন্ন ধরনের লোক আছে দাবি করে তিনি বলেন, এখানে এজিও কর্মী, চোর রাজাকারসহ অনেকে্ই আছে যাদের কে দমন করা হবে। আর এই দমন কর্মসূচি আগামী শনিবার এই প্রেসক্লাব থেকেই ঘোষণা করা হবে বলে জানান শওকত মাহমুদ।
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, রহমাত জাহাঙ্গীর, কবি আব্দুল হাই শিকদার, সর্ব শেষ নির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।