প্রেমের টানে জেএসসি পরীক্ষার্থী কিশোর-কিশোরীর অজানার উদ্দেশ্যে পাড়ি
প্রকাশিত হয়েছে : ৭:২২:৫৮,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
৬ষ্ঠ শ্রেণীতে এক স্কুলে পড়ার সুবাদে পরিচয়, তারপর পরিণয় অতঃপর অজানার উদ্দেশ্যে পারি। দু’জনে একই স্কুলের শিক্ষার্থী। এবার জেএসসি পরীক্ষা দিয়েছে। ঢাকা মনিপুর স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী তারা। তিন বছর ধরে প্রেম করেছে এই দুই শিশু (এখন কিশোর-কিশোরী)।
অসম বয়সে প্রেমের সম্পর্ক গড়ে লুকিয়ে লুকিয়ে চুটিয়ে প্রেম করে অজানা পথের যাত্রী এই দুই কিশোর কিশোরী সম্প্রতি শেষ হওয়া জেএসসি পরীক্ষা দিয়েই সিদ্ধান্ত নেয় বেরিয়ে পড়বে অজানার উদ্দেশ্যে। দুঃসাহসিক প্রেমের অভিযাত্রী এই দুই অবুঝ শিক্ষার্থী ঢাকা থেকে ট্রেনযোগে চলে এসেছে পাবনার চাটমোহরে। এই কিশোর প্রেমিক যুগলদ্বয়ের পরিচয় হলো কিশোরগঞ্জ জেলার জঙ্গলবাড়ী এলাকার মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ সোহাগ (১৪) ও গাজীপুর জেলার জয়দেবপুর মনিপুরের আদম কাজীর মেয়ে ফাতেমা (১৩)।
দুই পরিবারের চোখ ফাকি দিয়ে তিন বছর ধরে প্রেম করে আসছিল। বয়সে অপরিপক্ক এই প্রেমিকযুগলের প্রেম পরিবারের কেওই কিছুতেই মেনে নিচ্ছিল না। শাসনের চোখ, বাধা আর পারিবারিক ঝামেলা এড়াতে দুজন দুজনকে আরও কাছে পেতে ঘর বাধার এক বুক স্বপ্ন নিয়ে সবার চোখ ফাকি দিয়ে এই যুগল চলে আসে চাটমোহরে । বাস্তবতা কাকে বলে , এসবের ভবিষ্যৎ কি কিছুই ভাববার সুযোগ হয়ত পায়নি তারা। শিশু মনে শুধু ছিলো অজানা রহস্যের উম্মাদনা।
আর এই অন্ধ উম্মাদনা নিয়ে অসম প্রেমের টানে গতকাল সোমবার সন্ধ্যায় চাটমোহর নতুন বাজার এলাকায় তারা গন্তব্যহীনভাবে ঘোরাফেরা করছিল। এসময় তাদের গতিবিধী সন্দেহ জনক মনে করে স্থানীয়রা তাদের ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক মূহুর্তে বেরিয়ে আসে তাদের সমস্ত লক্ষ উদ্দেশ্য। কিশোর দু’জনকে তাদের আত্মীয় স্বজনের নিকট পৌছানোর জন্য স্থানীয়রা থানায় খবর দিলে চাটমোহর থানার এসআই মনসুর আলি নতুন বাজার থেকে তাদের থানা হেফাজতে নিয়ে যান।
এরপর চাটমোহর থানার উদ্যোগে কিশোর-কিশোরীর দেয়া ঠিকানা অনুযায়ী যোগাযোগ করা হয় তাদের অবিভাবকদের সাথে। থানা সূত্রে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী তাদের স্বজনরা পাবনার চাটমোহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।