প্রেমের টানে কাঁটাতার পাড়ি অতঃপর দেশে ফেরত
প্রকাশিত হয়েছে : ১:১০:০২,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বাংলাদেশিকে বিয়ে করতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসার জন্য জেল খেটে অবশেষে দেশে ফিরে যেতে হলো ভারতীয় এক তরুনীকে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, নদীয়ার মেয়ে পম্পা মণ্ডল। কুষ্টিয়ার সীমান্তের এক গ্রামে ধর্মদহের আমজাদ আলী নামের একজনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে তাকে বিয়ে করতে কুষ্টিয়া চলে আসে। কিন্তু অবৈধভাবে প্রবেশের জন্য তাকে গ্রেফতার করে বিজিবি। তাকে ১৫ দিনের জেলও দেয়া হয়। কিন্তু জেলে থাকতে হয়েছে ছয় মাস।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানিয়েছেন ভারতে ফিরিয়ে দেয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ভারতের দিক থেকে বিলম্বের কারণে তাকে ছয় মাস জেলে থাকতে হয়েছে। দুটি মানবাধিকার সংস্থার সহায়তায় তার ফিরে যাওয়ার প্রক্রিয়া শেষে আজ তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মি: হোসেন। সূত্র: বিবিসি