প্রীতি ম্যাচে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
প্রকাশিত হয়েছে : ৯:২৪:১৫,অপরাহ্ন ০৭ মার্চ ২০১৫
স্পোর্টস ডেস্ক::
ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে কী লজ্জাই না পেয়েছিল ব্রাজিল! সে ধকল সামলে নিতে ফিলিপ লুইস স্কলারির জায়গায় কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় কার্লোস দুঙ্গাকে। পরিবর্তন আনা হয় অধিনায়কের পদেও। অভিজ্ঞ থিয়াগো সিলভার পরিবর্তে ব্রাজিলের নেতৃত্বের দায়িত্ব বর্তায় ২৩ বছরের নেইমারের কাঁধে। বিশ্বকাপের পর অবশ্য আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে পরাজিত করতে সক্ষম হয় ব্রাজিল।
এদিকে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপকে মাথায় রেখে দল গোছাচ্ছেন কার্লোস দুঙ্গা। তার আগে কোপা আমেরিকা ও প্রীতি ম্যাচ নিয়ে ভাবতে হচ্ছে তাকে। যে কারণে তরুণ এবং অভিজ্ঞতার মিশ্রণে দল গঠন করছেন ব্রাজিল কোচ। স্তাদো দ্য ফ্রান্সে আগামী ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ২৯ মার্চ আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে চিলির বিপক্ষে খেলবেন নেইমার-অস্কাররা।
এ দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল বস কার্লোস দুঙ্গা। সেই দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফরোয়ার্ড রবিনহো। ফিরেছেন বিশ্বকাপের পর বাদ পড়া মার্সেলো।
গোলকিপার : মার্সেলো গ্রোহ, জেফারসন ও দিয়েগো আলভেজ।
ডিফেন্ডার: থিয়াগো সিলভা, ডেভিড লুইস, দানিলো, ফ্যাবিনহো, মার্সেলো, মারকুইনহোস, মিরান্ডা ও ফিলিপ লুইস।
মিডফিল্ডার : উইলিয়ান, ডগলাস কস্তা, কুটিনহো, লুইস গুস্তাভো, ফার্নান্দিনহো, এলিয়াস, সুজা ও অস্কার।
ফরোয়ার্ড : দিয়েগো ট্রাডেলি, রবার্তো ফিরমিনো, রবিনহো ও নেইমার।