প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু : সিলেট বিভাগে ২ লাখ ২০ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ৭:২০:৫৫,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে আজ রবিবার থেকে। প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবেন।
আজ ২৩ নভেম্বর ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে এ পরীক্ষা ৩০ নভেম্বর গণিত পরীক্ষার মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এবার সিলেট বিভাগে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে (পিএসসি) পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
এ বছর সিলেট বিভাগে প্রায় ২ লাখ ২০ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে প্রাথমিকে ২ লাখ ২ হাজার ৪৭৬ জন এবং ইবতেদায়ীতে ১৮ হাজার ৯৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। অপর দিকে, পরীক্ষার্থীর মধ্যে বাংলা ভার্সনে ২ লাখ ২ হাজার ১৪৫ জন এবং বাকিরা ইংরেজি ভার্সনে পরীক্ষা দেবে। সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক তাহমিনা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, সিলেট বিভাগে এ বছর পরীক্ষা কেন্দ্র রয়েছে ৫৭৮টি। এর মধ্যে সিলেট জেলায় ১৯৫টি, সুনামগঞ্জ জেলায় ১৫২টি, মৌলভীবাজার জেলায় ১০২টি ও হবিগঞ্জ জেলায় ১২৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বিভাগীয় প্রাথমিক অফিস সূত্রে জানা যায়, ২০১৩ সালে পিএসসি পরীক্ষাতে ৫৪৩টি কেন্দ্রে ২ লাখ ৬ হাজার ২৯০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছিলো ১ লাখ ৭৬ হাজার ৭৫৬ জন শিক্ষার্থী। বিগত সালের তুলনায় এ বছর ১৪ হাজার ২৩৭ জন পরীক্ষার্থী বেশি অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় কেন্দ্র বৃদ্ধি পেয়েছে ৩৫টি। বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক তাহমিনা খানম বলেন, আগের তুলনায় পঞ্চম শ্রেণীতে ঝরে পড়ার হার হ্রাস পাওয়ায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্ত্ততি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। হরতাল বিশৃঙ্খলা না থাকলে নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে সারা দেশে মোট ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সারা দেশে ছয় হাজার ৭৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক সমাপনীতে রয়েছে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন ও ইবতেদায়ি সমাপনীতে তিন লাখ পাঁচ হাজার ৭২১ পরীক্ষার্থী।
এবার পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। ছাত্রীদের সংখ্যা বেশি দুই লাখ ১৫ হাজার ২১১ জন।
এবার মোট ছয়টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রতি বিষয়ে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ নভেম্বর পরীক্ষা শেষ হবার কথা রয়েছে।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় রেকর্ড পরিমাণ প্রায় ৬ লাখ খুদে শিক্ষার্থী পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে। এ বিভাগের অধীন ১১টি জেলার ১০৬টি উপজেলায় চলতি বছর ৫ লাখ ৭৯ হাজার ২১৭জন শিক্ষার্থী এ সমাপনী পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। এছাড়া এবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৪৫জন। এবার মোট ১ হাজার ৪’শ ৪৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।