প্রবীণ সাংবাদিক ও সংবাদ বিশ্লেষক জগলুল আহমেদ’র মৃত্যুতে ওজাস’র শোক।
প্রকাশিত হয়েছে : ৬:৪১:২৭,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: সিনিয়র সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরী মৃত্যুতে সাংবাদিক অঙ্গনসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট (ওজাস) তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
এক শোক বার্তায় সংগঠনের সভাপতি আব্দুল মুহিত দিদার ও সাধারণ সম্পাদক মারুফ হাসান বলেন, ‘তিনি চলে গেছেন, রেখে গেছেন তাঁর অনুকরণীয় আদর্শ। আমরা যেন তার আদর্শকে নিজেদের মধ্যে ধারণ করতে পারি। বরেণ্য এই সাংবাদিকের মৃত্যুতে দেশ হারালো সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল তারকা। আমরা হারালাম আমাদের একজন অভিভাবক।
শোক বার্তায় ওজাস’র পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য, শনিবার রাত ৮টার কিছু পরে কারওয়ানবাজারে বাস থেকে নামার সময় দুর্ঘটনায় মারা যান জগলুল আহমেদ। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। সংবাদ বিজ্ঞপ্তি