প্রবাসীদের দেশে বিনিয়োগের আহবান জানালেন রাষ্ট্রদূত গোলাম সারোয়ার
প্রকাশিত হয়েছে : ১২:৫৮:৪৬,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০১৪
শামীমা সুমী, হেলসিংকি: ফিনল্যাণ্ড প্রবাসী বাংলাদেশীদেরকে দেশে আরো বেশি বেশি বিনিয়োগের আহবান জানিয়েছেন সুইডেনে বাংলাদশের মাননীয় রাষ্ট্রদূত জনাব মোঃ গোলাম সারোয়ার। সম্প্রতি রূপসী বাংলা ফিনল্যাণ্ড কতৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী উনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দেশের ভাবমূর্তি উজ্জলে প্রবাসীদেরকে ঐক্যবধ্য হয়ে কাজ করার ও আহবান জানান তিনি। রাষ্ট্রদূত তার বক্তব্যে আরো বলেন ফিনল্যান্ড এবং বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘ দিনের আর দুই দেশের রয়েছে বানিজ্যের দীর্ঘ ইতিহাস।
সংগঠনের সভাপতি মোঃ মাইনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোস্তাক সরকারের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিনী মিসেস সারোয়ার ও ফিনল্যান্ডে নিযুক্ত গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনারারী কনস্যুল জেনারেল মিঃ হ্যারী ব্লেসার। ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার মনোজ্ঞ অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন যুক্তরাজ্য থেকে আগত প্রখ্যাত সংগীত শিল্পী শাহনাজ সুমি, ইলভা এবং বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন ইংল্যান্ড থেকে আগত ডগলাস গোমেজ ও রায়হান আরেফীন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আবেরা সুলতানা ন্যান্সী।
এই আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা আজাদ বাপি, মোঃ আব্দুল হান্নান, স্বপন মুজিবুল্লাহ, মোঃ রমজান আলী, এনামুল হক সাহীন, হুমায়ুন কবির, মোকলেসুর রহমান চপল, মবিন মোহাম্মদ, আবদুল লতিফ, খালেদুল ইসলাম জিতু, আওলাদ হোসেন, শফিকুল মান্নান, গাজী সামসুল আলম, শেখ সোহেল, মোঃ আনোয়ার হোসেন, মোঃ হারুন, শাখাওয়াত হোসেন, মঞ্জুর রহমান, মহিবুল ইসলাম, আতাউর রহমান খান, আবদুল্লাহ আল আরিফ, আহমেদ হারুন, আলাউদ্দিন মোহাম্মদ, জামান সরকার, আরিফ আহমেদ, নিজাম আহমেদ, আনোয়ার হোসেন২, তানভীর আহমেদ, নাজমুল হাসান, সজিদ খান জনি, তাজুল ইসলাম, বদরুল মুনীর, পিটু, পাপ্পু রোজারিও, জাকির হোসেন, ফাহমিদ উস সালেহীন, উজ্জল, আকরাম, নিজাম প্রমুখ।