প্রধানমন্ত্রী আমাকে বাঁচান : রানু দাশ
প্রকাশিত হয়েছে : ১২:২৩:০৪,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক::
চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী রানু দাশ এর দুটি কিডনী নষ্টের পথে। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। তাকে বাঁচানোর জন্য তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছেন। নির্মাতা জি.এম.সৈকতের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ আবেদন জানান রানু দাশ।
সংবাদ সম্মেলনে রানু দাশ কাঁদতে কাঁদতে বলেন- ‘মুক্তিযুদ্ধের সময় স্বামী বিজয় দাশকে হারিয়েছি। তখন আমার বয়স ২২ বছর। সেই থেকে মঞ্চ, বেতার, টেলিভিশন এবং বাংলা চলচ্চিত্রের জন্মলগ্ন থেকে অভিনয় জীবন শুরু করি। প্রেম প্রতিজ্ঞা, প্রতিঘাত, খোঁজ খবর, সোনার সংসার সহ প্রায় দুই শতাধিক ছবিতে অভিনয় করেছি। অসংখ্য নাটকেও অভিনয় করেছি। আজ আমি মৃত্যুর সঙ্গে লড়ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার আকুল আবেদন- দয়া করে আমাকে বাঁচান। আমি বাঁচতে চাই। আমি আশা করি আপনি অন্যান্য অসুস্থ শিল্পীদের ন্যায় আমাকেও সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।’ নির্মাতা জি.এম.সৈকত বলেন- ‘খুব শিগগিরই রানু দাশ এর আবেদন পত্র নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দিবো আমি।’