প্রধানমন্ত্রী অসুস্থ, লন্ডন-রোম সফর বাতিল
প্রকাশিত হয়েছে : ৫:৪২:০৬,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: সর্দি-জ্বরে আক্রান্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন ও রোম সফর বাতিল হয়েছে। এ মুহূর্তে চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকরা এ মুহূর্তে শেখ হাসিনাকে দীর্ঘ ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এ কারণে প্রধানমন্ত্রীর আগামী সপ্তাহে লন্ডন ও রোম সফর বাতিল করা হয়েছে। লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।