প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে
প্রকাশিত হয়েছে : ৫:৪৩:৫৯,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
নেপাল ও মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর বিষয়ে শুক্রবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শেখ হাসিনা ১৮তম সার্ক সম্মেলনে যোগ দিতে সরকারি সফরে গত ২৫ থেকে ২৮ নভেম্বর নেপালে এবং ২ থেকে ৪ ডিসেম্বর তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া যান। প্রধানমন্ত্রী এসকল সফরের বিস্তারিত তুলে ধরবেন এবং অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কোন্নয়নের বিষয়ে আলোকপাত করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ায় ৩ দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা ফিরেন। তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বিন তুন হাজী আবদুল রাজাকের আমন্ত্রণে এই সফরে যান।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিআইপি ফ্লাইট গতকাল দুপুর ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
এর আগে প্রধানমন্ত্রী দুপুর ১২টা ২৫ মিনিটে (মালয়েশিয়া সময়) ঢাকার উদ্দেশ্যে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।