প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব ইহসানুল করিম
প্রকাশিত হয়েছে : ১০:৪৫:৩৪,অপরাহ্ন ১৫ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ইহসানুল করিম। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম এর আগে গত দুই বছর রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৭২ সালে বাসসে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন ইহসানুল করিম। এরপর তিনি ওই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।