প্রধানমন্ত্রীর আত্মীয়ের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৮:১৯:৪৬,অপরাহ্ন ২১ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
রাজধানীর বনানীর একটি বাসা থেকে যুক্তরাজ্য প্রবাসী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি প্রধানমন্ত্রীর দূর সম্পর্কের আত্মীয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত মেজবাহ উদ্দিন আহমেদ (৭২) গত ১০ নভেম্বর দেশে আসেন।
বনানী থানার ওসি ভূইয়া মাহাবুব হোসেন বলেন, “স্বজনরা রাত থেকে তাকে মোবাইলে ফোনে পাচ্ছিলেন না। শুক্রবার সকালে আত্মীয়রা এসে দরজা ভেঙে দেখেন তিনি মৃত, ঘরে রক্তের ছোপ ছোপ দাগ রয়েছে।”
ওসি জানান, মেজবাহ উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালাত ভাই শেখ শহীদুল ইসলামের চাচা শ্বশুর। বনানীর ওই বাসায় তিনি একাই থাকছিলেন।
তবে বিষয়টি হত্যাকাণ্ড কি-না সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।
বনানী থানার ওসি জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।