প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হেলিপ্যাড পরিদর্শন করলেন মিসবাহ সিরাজ
প্রকাশিত হয়েছে : ২:১৪:১৫,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ নভেম্বর হবিগঞ্জ আসছেন। তিনি হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সাউথ ব্লক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জস্থ বিবিয়ানা সাউথ ব্লক হেলিপ্যাড পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। এসময় তার সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলবার বিকেলে তারা এই হেলিপ্যাড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মিসবাহ সিরাজ শেভরন কর্মকর্তা ও স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী সিলেট জেলা কোর্টের এডিশনাল পিপি ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, প্রবাসী আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান, শেভরন ব্যবস্থাপক মলয় সরকার, সমন্বয়ক হাসান ইমাম, মাহমুদুল হাসান, থানা আওয়ামীলীগ নেতা রাকিল আহমদ, যুবলীগ নেতা তজমুল মিয়া, মহিলা আয়ামীলীগ নেত্রী নিলুফা ইয়াসমিন, ৪নং ইউনিয়ন আওযামী লীগের সভাপতি গোলাম হোসেন, ১নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী প্রমুখ।-বিজ্ঞপ্তি