প্রথম প্রস্তুতি ম্যাচে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১০:৪৭:০২,অপরাহ্ন ০৩ ফেব্রুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া একাদশ। বাংলাদেশের দেয়া ২৩২ রানের লক্ষ্য ছয় ওভার চার বল হাতে রেখেই ছুঁইয়ে ফেলে অজিরা। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশকে ২৩২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া একাদশ। দলীয় সর্বোচ্চ ৫২ রান করেন মুমিনুল হক। সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ৩১ রান। শেষদিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ মাত্র ৩১ রানে নিজেদের শেষ চার উইকেট হারায় তারা। এই ম্যাচে খেলেননি ওপেনার তামিম ইকবাল। তার বদলে এনামুল বিজয়ের সাথে ব্যাটিং ওপেন করেন সৌম্য সরকার।