প্রথম অফিসিয়াল পার্টনার পেল বাফুফে
প্রকাশিত হয়েছে : ৫:৩৪:১৯,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: অর্থ অনর্থের মূল! ঠিক তাই, টাকা ছাড়া সবই ফাঁকা! এ কথাটি বেশ ভালো ভাবেই জানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তা ব্যাক্তিরা। এই টাকার জন্য অনেক কাজই শেষ করতে ব্যর্থ হয়েছে বাফুফে। এই টাকার জন্যই বাফুফে কর্তৃপক্ষ লটারি ছেড়েছে বাজারে। আর মাত্র কয়েক দিন পরেই বহুল প্রতীক্ষিত ও আলোচিত বঙ্গবন্ধু গোল্ডকাপ মাঠে গড়াবে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আগেই নির্ধারিত হয়েছিল, বেসরকারী টেলিভিশন চ্যানেল নাইন ৫ বছরের জন্য হয়েছিল এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর। সোমবার টুর্নামেন্টের অফিশিয়াল পার্টনার হিসেবে যুক্ত হল ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
এই প্রতিষ্ঠান ছাড়াও এবারের আসর সফলভাবে আয়োজন করতে আরও চার বা পাঁচটি অফিশিয়াল পার্টনার নেবে বাফুফে। সোমবার বিকেলে বাফুফে ভবনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাত করেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দুই সহ-সভাপতি মীর মোশাররফ হোসেন এবং নাজমুল আহসান। চুক্তি স্বাক্ষর করে তারা সালাউদ্দিনের হাতে একটি মোটা অঙ্কের চেক তুলে দেন। টাকার পরিমাণটি তারা বলতে না চাইলেও একটি সূত্রে জানা গেছে, এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ন্যাশনাল ব্যাংক দিচ্ছে প্রায় তিন কোটি টাকা!
অনেক বছর আগেও দেশীয় ফুটবলের সঙ্গে সম্পৃক্ত ছিল ন্যাশনাল ব্যাংক। ভবিষ্যতেও বাংলাদেশের ফুটবলের পাশে থাকার ইচ্ছা আছে বলে জানান এই দুজন। সালাউদ্দিন বলেন, ‘ন্যাশনাল ব্যাংককে ধন্যবাদ, বাফুফের পাশে এসে দাঁড়ানোর জন্য। বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনে অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।’
উল্লেখ্য, এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সালাউদ্দিন। ৮ অথবা ৯ তারিখ সেখানেই বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে টুর্নামেন্টের দিনক্ষণ চূড়ান্ত করবেন তিনি।