প্রথমবারের মতো জাতীয় সংসদে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে
প্রকাশিত হয়েছে : ৩:০৩:২৯,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
জাতীয় সংসদে এবার ঐতিহাসিক একটি নজির স্থাপিত হচ্ছে। দশম সংসদের পঞ্চম অধিবেশন সেই ঘটনার সাক্ষী হতে চলেছে। অসাম্প্রদায়িক গণতন্ত্রে বিশ্বাসের নজির স্থাপন করে বর্তমান সরকার জাতীয় সংসদে সনাতন হিন্দু সম্প্রদায়ের জ্ঞানের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠানের অনুমতি দিয়েছে।
আগামী ২৫ জানুয়ারি রোববার, শ্রীপঞ্চমী তিথিতে সংসদে মহাধুমধামে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। পূজার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এর আয়োজক পঙ্কজ দেবনাথ। পূজার দিন অর্চনা এবং সংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এই পূজার সর্বজনীনতা থাকায় সংসদের গেট সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
এদিকে এই পূজা নিয়ে চলছে টানটান উত্তেজনা। প্রথম পূজা কেমন হবে, আয়োজন ভালো হবে তো! কেমন জাঁকজমকপূর্ণ হবে, সেই চিন্তায় অস্থির আয়োজকরা।
গত সপ্তাহে সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। আজ তিনি শপথও নিয়েছেন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ পদে কোনো সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকের পদাধিকার এটাই প্রথম। এর পরেই সংসদে প্রথম সরস্বতী পূজা অনুষ্ঠান অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের অন্যতম পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।