প্রতি বছর খেলার মাঠ থেকে মেধাবী খেলোয়াড় বের করে আনতে হবে —সমাজকল্যাণমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১২:৪২:০৭,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৪
মৌলভীবাজার প্রাতিনিধি: মৌলভীবাজার স্টেডিয়ামে শুরু হয়েছে ‘শেখ কামাল নিটল-টাটা প্রথম বিভাগ জেলা ফুটবল লীগ’। রোববার বিকেলে এর উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।
উদ্বোধনী খেলায় ক্লাব সানফ্লাওয়ার ৪-০ গোলে ইয়ং স্টার ক্লাবকে পরাজিত করেছে। খেলায় জেলার ১২টি প্রথম শ্রেণীর ক্লাব অংশগ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মহসিন আলী বলেন, প্রতি বছর খেলার মাঠ থেকে মেধাবী খেলোয়াড় বের করে আনতে হবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। স্কুল ও কলেজ পর্যায়ে বয়সভিত্তিক খেলোয়াড়দের পরিচর্যা করতে হবে।
পুলিশ সুপার তোফায়েল আহাম্মদের সভাপতিত্বে ও লীগ পরিচালনা কমিটির সদস্য সচিব ফজলুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, ডিএসএ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।