প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:১৫,অপরাহ্ন ১৯ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
গাজীপুরের কালিয়াকৈরে প্রতিবন্ধী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কলেজছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ওই মেয়েটির মা বৃহস্পতিবার কালিয়াকৈর থানায় এই মামলা দায়ের করেন।
মামলার বরাত দিয়ে থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ছয় দিন আগে কালিয়াকৈরের এক গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। মেয়েটি যাতে কাউকে বিষয়টি না বলে, সেজন্য তাকে ভয়ভীতিও দেখানো হয়।
যার বিরুদ্ধে অভিযোগ, সেই তরুণ ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের ছাত্র। তার মাছ ব্যবসায়ী বাবা বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীদের কাছে ধর্ণা দিচ্ছেন বলেও মেয়েটির পরিবারের অভিযোগ।
পরিদর্শক রফিকুল বলেন, প্রতিবন্ধী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত সপ্তাহে ওই কলেজছাত্র মোবাইল সেটে গেইম খেলা ও টেলিভিশন দেখার কথা বলে প্রতিবন্ধী মেয়েটিসহ তিন শিশুকে কয়েক দিনে স্কুলের পিছনের একটি বাড়িতে নিয়ে ‘অশ্লীল ছবি’ তোলে ও মোবাইল ফোনে ভিডিও করে।
এরপর সে ওই শিশুদের ধর্ষণের চেষ্টা চালায় এবং কাউকে কিছু জানালে ছবি ও ভিডিও পরিবারের লোকজনকে দেখানোর হুমকি দেয়।
এই ভয়ে মেয়ে তিনটি কাউকে কিছু না বলায় গত ১৩ জুন প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণ করে সেই কলেজছাত্র। অন্য দুই শিশুও ধর্ষণের শিকার হয় বলে স্থানীয়দের দাবি।
প্রথমে কিছু না বললেও ধর্ষণের শিকার হওয়ার পরদিন প্রতিবন্ধী মেয়েটি তার মাকে সবকিছু জানায়। এরপর ওই ছাত্রীর বাবা গ্রামের মাতবরের কাছে অভিযোগ নিয়ে যান।
ঘটনা শুনে গ্রামের ‘মুরুব্বিরা’ গত এক সপ্তাহে একাধিকবার সালিশের তারিখ দিলেও ছেলের বাবা বিষয়টি ‘ধামাচাপা দেওয়ার চেষ্টা’ শুরু করায় সেই বিচার আর বসেনি বলে অভিযোগ করেছে মেয়েটির পরিবার।