প্রতিপক্ষের গুলিতে গৃহবধূ নিহত
প্রকাশিত হয়েছে : ১:৩০:২১,অপরাহ্ন ০৭ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের গুলিতে হাজেরা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার আড়াইল গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহতের স্বামী সবুজ মিঞা অভিযোগ করে জানান, তার প্রতিবেশীর সঙ্গে জমি সংকান্ত বিরোধ চলছিল।
এ নিয়ে আদালতে মামলা দায়ের করায় ক্ষিপ্ত হয়ে আসামী জসিম উদ্দিন অর্তকিত গুলি করে তার স্ত্রীকে হত্যা করেছে। সোনাগাজী মডেল থানার ওসি নবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।