প্রতিদিন আশ্রয় খুঁজছে ১ হাজার শরণার্থী
প্রকাশিত হয়েছে : ১১:০৯:৩২,অপরাহ্ন ২০ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
সারাবিশ্বে প্রতিদিন ১ হাজার মানুষ শরণার্থী হিসেবে আশ্রয় খুঁজছে বলে জানিয়েছেন বাংলাদেশস্থ জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক হাই কমিশনের (ইউএনএইচসিআর) অ্যাসিস্টেন্ট প্রটেকশন অফিসার ফাহমিদা করিম।
আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘সাহসের সাথে সবাই মিলে’ প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
তিনি বলেন, সারাবিশ্বে প্রতিদিন ১ হাজার মানুষ শরণার্থী হিসেবে আশ্রয় খুঁজছে। এটি গোটা বিশ্বের জন্যই উদ্বেগজনক। এজন্য প্রত্যেক দেশের মানুষকেই শরণার্থীদের পাশে দাঁড়ানো উচিত।
অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, বিশ্বজুড়ে এখনও ৫ কোটি শরণার্থী রয়েছে। গৃহযুদ্ধ, সহিংসতা ও অর্থনৈতিক নিরাপত্তহীনতার কারণে বিশ্বে প্রতিবছর এ সংখ্যা বাড়ছে। ২০১৩ সালের চেয়ে ২০১৪ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়েছে ৮৩ লাখ, যাদের বেশিরভাগই শরণার্থী হয়েছেন। বাংলাদেশেও মিয়ানমারের প্রায় আড়াই লাখ রোহিঙ্গা শরণার্থী হিসেবে বাস করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী। শরণার্থী বিশেষজ্ঞ কালিপদ হালদার প্রমুখ।