প্রকাশ্যে ধূমপানকারী হবেন ‘শ্রেষ্ঠ টাউট’
প্রকাশিত হয়েছে : ৫:৩৯:২১,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
প্রকাশ্যে ধূমপান বন্ধ করতে সরকার নতুন একটি আইন করতে যাচ্ছে। আইনটি বাস্তবায়ন হলে প্রকাশ্যে ধূমপানকারীকে নগদ অর্থদণ্ডসহ জেলার ‘শ্রেষ্ঠ টাউট’ ঘোষণা করা হবে। রবিবার চাঁদপুর জেলা প্রশসক কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক উন্নয়ন সমন্বয় সভায় এমন তথ্য জানান জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন।
তিনি বলেন, প্রকাশ্যে ধূমপান বন্ধে দেশের প্রচলিত আইনে বিভিন্ন মেয়াদে ধূমপায়ীদেরকে সাজা ও অর্থদণ্ড করা হচ্ছে দীর্ঘদিন থেকেই। তারপরও প্রকাশ্যে ধূমপান বন্ধ করা যাচ্ছে না। প্রকাশ্যে ধূমপান বন্ধ করতে নতুন এ আইন বাস্তবায়ন করা হলে প্রকাশ্যে ধূমপানকারীকে নগদ অর্থদণ্ডসহ জেলার ‘শ্রেষ্ঠ টাউট’ ঘোষণা করা হবে। আশা করছি- কেউ যদি স্বেচ্ছায় ‘টাউট’ খেতাব পেতে না চান, তবে প্রকাশ্যে ধূমপান করা ছেড়ে দেবেন।
যে কোনও মূল্যে চাঁদপুরের আইনশৃঙ্খলা ও পরিবেশ শান্তিপূর্ণ রাখার কথা জানিয়ে তিনি বলেন, অবরোধের সময়ে যানবাহনগুলো যাতে নিরাপধে চলচল পারে, সেজন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশি প্রহরার মাধ্যমে ভারী যানবাহন ও তেলবাহী লরীগুলো চলাচলের ব্যবস্থা করা হয়েছে।