প্যারিসে সন্ত্রাসবিরোধী ঐক্য সমাবেশে বাংলাদেশী কমিউনিটির একাত্মতা প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১২:০৪:০৩,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
তোফায়েল আহমদ প্যারিস থেকেঃ
সম্প্রতি ফ্রান্সের শার্লি এবদো ম্যাগাজিনের অফিসে হামলা ও এর সূত্র ধরে তিনদিনে সতের জন নিহত হওয়ার প্রতিবাদে প্যারিসের বিশ্বনেতৃবৃন্দের উপস্থিতে লক্ষাধিক মানুষ সন্ত্রাসবিরোধী সমাবেশে একাত্মতা প্রকাশ করেছে সেখানকার বাংলাদেশী কমিউনিটি।
গতকাল প্যারিসের প্লেস দি লা রিপাবলিকায় বিকাল তিনটায় শুরু হওয়া এই সমাবেশে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ইতালির প্রধানমন্ত্রী মারিও রেনজি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, জাতিসংঘের মহাসচিব বান কি-মুন, তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু, মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইটাসহ অন্যান্য বিশ্বনেতা। সমাবেশ শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ হাতে হাত ধরে সন্ত্রাসের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেন নেতারা। ওঁলাদ এক বিবৃতিতে বলেন, ‘আজ বিশ্বের রাজধানীতে পরিণত হয়েছে প্যারিস। আমাদের পুরো দেশ জেগে উঠবে।’
নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই দূরদূরান্ত থেকে অগণিত মানুষ সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করে। ফ্রান্সের বাংলাদেশীদের কমিউনিটি ‘বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার’ এর উদ্যোগে বাংলাদেশী প্রবাসী ও অভিবাসীগণ সমাবেশে যোগ দেন। তারা ফ্রান্সে সাম্প্রতিক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও ফরাসি জনগণের সাথে একাত্মতা পোষণ করে শ্লোগান দেয়। সমাবেশে উপস্থিত ফরাসিরাও করতালির মাধ্যমে স্বাগত জানায় বাংলাদেশী কমিউনিটিকে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।