প্যারিসে পত্রিকা অফিসে গুলি : নিহত ১১
প্রকাশিত হয়েছে : ১:৫৫:৫৩,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘শার্লি এবদু’ নামের একটি পত্রিকা অফিসে ঢুকে নির্বিচারে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে ১১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র।
বুধবার এই হামলা হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কিছুক্ষণ ধরে অফিসের ভেতরে গুলির শব্দ শোনা যায়। হামলাকারীরা রাইফেল নিয়ে সেখানে হামলা চালায়।
এক এত্যক্ষদর্শী জানান, কালো হুডে মাথা ঢাকা দুইজন কালাশনিকভ রাইফেল নিয়ে ভবনের ভেতরে ঢুকে। এর কয়েক মিনিট পরই আমরা একের পর এক গুলির শব্দ শুনতে পাই। পরে হামলাকারীরা পালিয়ে যায়।
ফ্রান্সের এ সাপ্তাহিক ম্যাগাজিনটি ২০১১ সালে মুসলিম নেতাদের নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন ছেপে বিতর্কে জড়িয়েছিল। সম্প্রতি ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর নেতা আবু বকর আল-বাগদাদির কার্টুন ট্যুইট করে শার্লি এবদো।
হামলাকারীদের খুঁজে বের করতে প্যারিসে অভিযান শুরু করেছে পুলিশ। প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ ঘটনাস্থলে গেছেন এবং ঘটনাটি নিয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন।