পোশাক শিল্পকে বাঁচাতে শনিবার ব্যবসায়ীদের প্রতীকী অনশন
প্রকাশিত হয়েছে : ৩:১৮:২৬,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তরণ ও পোশাক শিল্পকে বাঁচাতে দেশের সকল শ্রমিক-কর্মচারীদের নিয়ে শনিবার প্রতীকী অনশন করবে বিজিএমইএ। আজ বুধবার বিকেলে বিজিএমইএ কার্যালয়ে ‘চলমান সহিংসতার কারণে সৃষ্ট অচলাবস্থা এবং পোশাক ও বস্ত্র শিল্পের নেতিবাচক প্রভাব বিষয়ে জরুরি মতবিনিময় সভা শেষে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।
এ সময় বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ’সহ অন্যান্য বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজিএমই’এর সভাপতি বলেন, আগামী শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিএমইএর সামনে প্রতীকী অনশন পালন করবে বিজিএমইএর সঙ্গে জড়িত পোশাক খাতের সংশ্লিষ্টরা। তিনি আরো জানান, এই কর্মসূচিতে যদি কাজ না হয় তাহলে তারা আইনি প্রক্রিয়ায় যেতে বাধ্য হবে বলে।