পেশাজীবীদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে : ৩:২০:৩১,অপরাহ্ন ২২ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
প্রতি বছরের মতো এবারও পেশাজীবী বিভিন্ন নেতা ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে নিয়ে চতুর্থ রমজানে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে পবিত্র রমজান উপলক্ষে রাজনীতিবিদদের সম্মানে খালেদা জিয়ার উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় তিনি পেশাজীবী বিভিন্ন নেতা ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ-খবর নেন। ইফতারের আগে দেশের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। এর আগে খালেদা জিয়া বিকেল ৬টা ৩৫ মিনিটে বসুন্ধরা কনভেনশন সেন্টারে এসে উপস্থিত হন।
ইফতার মাহফিলে পেশাজীবী বিভিন্ন নেতা ও বিশিষ্ট নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যারয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, ব্যারিস্টার রফিকুল হক, ইউট্যাপের আ ফ ম ইউসূফ হায়দার, বিচারপতি আবদুর রউফ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মোস্তাহিদুর রহমান, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, নিউজ টুডে পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, মোস্তফা কামাল মজুমদার, দিনকাল পত্রিকার সম্পাদক ড.রেঝোয়ান সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, ড. মামুন আহমেদ পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি সাখায়াত হোসেন বাদশা, ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রধান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, ড. মঈন খান, লে. জে (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ভাইসচেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক, দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ।