পেট্রোল বোমা হামলায় বরিশালে এক নারীসহ পাঁচ যাত্রী দগ্ধ
প্রকাশিত হয়েছে : ৭:০৯:৩৯,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় বরিশালে এক নারীসহ পাঁচ যাত্রী দগ্ধ হয়েছেন।
বরিশাল-পটুয়াখালী সড়কের বরিশাল-ঝালকাঠী সীমান্ত এলাকা খয়রাবাদ সেতুর ঢালে তূর্য ফিলিং স্টেশনের সামনে মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
পরে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যদের খবর দিলে তারা এসে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাতেই অগ্নিদগ্ধ বাস যাত্রী রেশমা বেগম (৩০) ও পটুয়াখালী কলাপাড়ার বাসিন্দা হাফিজুর রহমানসহ (২৯) তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আব্দুল্লাহ পরিবহনের বাসটি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকার সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে দপদপিয়ায় আসার পর সড়কের দুই পাশ থেকে বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করতে থাকে দুর্বৃত্তরা। এতে মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। এ সময় ওই পাঁচ যাত্রী দগ্ধ হন।
বরিশাল কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।