পেছাল ফখরুলসহ ২৩ নেতাকর্মীর অভিযোগ গঠনের শুনানি
প্রকাশিত হয়েছে : ৮:৪৯:১০,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় অভিযোগ গঠনে শুনানি দিন পেছাল। আগামী ২৫ মার্চ দিন পুনর্নির্ধারণ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ দিন ধার্য করে আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা সময়ের আবেদন করেন। বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি করেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী।