পেঙ্গুইনকে ধর্ষণ করছে সিল !
প্রকাশিত হয়েছে : ১১:০৫:১৮,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক:: একজন আরেকজনকে যৌন নির্যাতন বা ধর্ষণ মানুষ ছাড়াও অন্য পশু-পাখি প্রজাতির মধ্যেও দেখা যায়। এমনকি শোনা যায় মানুষ অনেক সময় অন্য প্রজাতির প্রাণীকেও যৌন নির্যাতন করে। এমন অনেক ধর্ষণের উদাহরণ বহু আছে।
তাই বলে পশু পাখির মধ্যে কখনো এমনটা শোনা বা দেখা যায়নি। তবে এবার সামুদ্রিক সিল এমনি এক ঘটনা ঘটাল পেঙ্গুইনকে ধর্ষণ করে। যা দেখে সবাই হতবাক।
সম্প্রতি ভারত মহাসাগরের দক্ষিণ মেরু অঞ্চলে এমন একটি ঘটনার ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিপুলবপু এক সিল মেরু অঞ্চলের পাখি কিং পেঙ্গুইনকে ধর্ষণ করছে!
চারটি আলাদা দৃশ্যে এই যৌন নির্যাতনের বিরল ভিডিও দেখা গেছে। ঘটনাস্থল মূলত ভারত মহাসাগরের মারিয়ন দ্বীপ।