পৃথিবী দেখতে আলুর মত!
প্রকাশিত হয়েছে : ১১:২৫:৪৯,অপরাহ্ন ০৫ জুন ২০১৫
তথ্য প্রযুক্তি ডেস্ক :: এক নজরে দেখলে মনে হবে আলুর আকৃতির কোনও গ্রহাণু মহাকাশে ভেসে বেড়াচ্ছে। কিন্তু এই রংবেরঙের ছবিটি আসলে পৃথিবীর। এই ছবিতে বোঝা যায় কিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মহাকর্ষের তারতম্য ঘটে।
মিউনিখের একটি সম্মেলনে জিওসিই উপগ্রহের তোলা এই ছবিগুলি পেশ করা হয়। এখনও পর্যন্ত মহাকাশ থেকে পৃথিবীর যে সমস্ত ছবি তোলা হয়েছে তার মধ্যে এই ছবিগুলিই সবথেকে নিখুঁত বলে মনে করা হচ্ছে।
ছবিগুলো তুলতে ‘জিইওআইডি’ ম্যাপ ব্যবহার করা হয়। যাতে করে ঢেউ বা কারেন্ট ছাড়া মহাসাগরগুলি কেমন দেখতে লাগে তা বুঝতে পারা যায়।
উজ্জ্বল হলুদ রঙের অংশগুলিতে মহাকর্ষ সর্বাধিক। অন্যদিকে, নীল রঙের অংশে মহাকর্ষ সব থেকে কম।
মিউনিখের টেকনিচে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমিকাল অ্যান্ড ফিসিকাল জিওডেসির প্রাক্তন প্রধান অধ্যাপক রেনি রুমেল জানিয়েছেন জিওসিই লাগাতার অসাধারণ ডেটা পাঠিয়ে যাচ্ছে। দু’মাস অন্তর অন্তর আমাদের জিওসিই গ্র্যাভিটি ফিল্ড মডেল উন্নততর হচ্ছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন এই উপগ্রহের মাধ্যমে প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে। ভবিষ্যতে এই ধরণের পরিস্থিতি মোকাবিলায় যা অত্যন্ত সহায়ক হবে।
মহাকাশ থেকে সরাসরি টেকটনিক প্লেট মুভমেন্ট বোঝা না গেলেও এই গ্র্যাভিটি ডেটা প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে পূর্বাভাস দিতেও সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।