পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ এক বাংলাদেশী যুবক !
প্রকাশিত হয়েছে : ৬:২৫:০৭,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
বিচিএ ডেস্ক :: গিনেজ বুকের তথ্য অনুসারে বর্তমান পৃথিবীর জীবিতদের মধ্যে সবচেয়ে লম্বা ব্যক্তিটির উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। এই লম্বা মানুষটি হলেন তুরস্কের সুলতান কোসেন।
সবচেয়ে লম্বা নারী হলেন চীনের ইয়াও ডিফেন। তার উচ্চতা ৭ ফুট ৮ ইঞ্চি।
এখন প্রশ্ন ভোলার মোসলেউদ্দিন সম্রাট নামের এক ব্যক্তিকে নিয়ে। মোসলেউদ্দিন সম্রাট নামের এই লম্বা ব্যক্তিটি লালমোহন এলজিইডি অফিসের নৈশ প্রহরী হিসেবে চাকরি করেন। তার উচ্চতা ৮ ফুট ৯ ইঞ্চি।
মোসলেউদ্দিনই সম্ভবত বাংলাদেশিদের মধ্যে, হয়তো পৃথিবীর সবচেয়ে লম্বা ব্যক্তি। তার বাড়ি ভোলা সদর উপজেলার চর সামাইয়া গ্রামে।
জানা যায়, গত বছরের ২৬ নভেম্বর লালমোহন এলজিইডি অফিসের নৈশ প্রহরী হিসেবে তিনি যোগ দেন মোসলেউদ্দিন। তবে অফিসের সকলেই তাকে সম্রাট নামে ডাকে।
তার জন্ম ১৯৭২ সালের ১৫ অক্টোবর ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চরসামাইয়া গ্রামে। ১৫ বছর থেকেই তিনি লম্বা হচ্ছেন। তিনি জানান, ১৯৯৮ সালে সেনাবাহিনীতে চাকরি করার জন্য লাইনে দাঁড়ান তিনি।
তখন উচ্চতা মেপে দেখা যায় ৭ ফুট সাড়ে ৯ ইঞ্চি। সেনাবাহিনীর চাকরিটা নিয়ে মনে খুব আশা ছিল মোসলেউদ্দিনের। শেষ পর্যন্ত অস্বাভাবিক শারীরিক উচ্চতার কারণে তার চাকরিটা হয়নি। মেডিকেল পরীক্ষায় আনফিট হয়েছেন।
তারপর থেকে বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরেছেন একটি চাকরির আসায়। এক পর্যায়ে ২০০৩ সালের ২২ জুলাই ভোলা এলজিইডি অফিসের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে নৈশ প্রহরী কোটায় চাকরি মেলে তার।
তিনি আরো জানান, চাকরি পাবার পর ২০০৪ সালে বিয়ে করেন তিনি।
স্ত্রী ইয়ানুর বেগমের ঘরে ২ ছেলে জন্ম নেয়। তবে তাদের উচ্চতা স্বাভাবিক রয়েছে।