পুলিশ অপরাধ করলে জিরো টলারেন্স : আইজিপি
প্রকাশিত হয়েছে : ১১:৫২:০৩,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
নব নিযুক্ত আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশের মধ্যে কেউ অপরাধ করলে বা নৈতিক স্থলন ঘটালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আমার জিরো টলারেন্স দেখাবো।
বুধবার পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে এনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে। সেই সঙ্গে বদলাতে হবে উভয়ের প্রতি উভয়ের দৃষ্টিভঙ্গি। জনস্বার্থে পুলিশ অতীতের মত সকল চ্যালেঞ্জ গ্রহণ করবে।