পুলিশের ছোঁড়া পিপার স্প্রেতে অসুস্থ খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে : ২:৪৩:১২,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
অনলাইন ডেস্ক:: পুলিশের ছোঁড়া পিপার স্প্রেতে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার রাত সাড়ে ৭ টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এ বিষয়ে খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ খান কামাল সোহেল সাংবাদিকদের বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) বিকেলে গুলশান কার্যালয়ের সামনে পুলিশের পিপার স্প্রেতে অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরও বলেন, সেখানে অবস্থান করা অন্যরাও অসুস্থ হয়ে পড়েছেন। বিএনপি চেয়ারপারসনের শরীরিক অবস্থা চেকআপ করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন। এছাড়া অন্যদের চিকিৎসার জন্য আরো দু’জন চিকিৎসক আনা হয়েছে।
গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়াপারসন ‘গণতন্ত্র হত্যা’ দিবসে জনসভা ও কালো পতাকা মিছিলে অংশ নেওয়ার জন্য এদিন বিকেল পৌনে ৪ টার দিকে রওনা হন।
কিন্তু মাত্র ১০ গজ দুরত্বে এসেই তার ঢাকা মেট্রো ঘ ১৩-২৬১২ গাড়িটি প্রধান ফটকে কাছে আটকে যায়। কারন প্রধান ফটকে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী আগেই তালা ঝুলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ নিজের গাড়িতে অবস্থান করে অবশেষে গাড়িতে দাঁড়িয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নয়াপল্টনের উদ্দেশে রওনা দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিচে নেমে আসলে উপস্থিত মহিলা দলের নেত্রীরা সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান শুরু করেন। বিএনপি প্রধানের গাড়িটি প্রধান ফটকের কাছাকাছি এলে পুলিশ কর্মকর্তাদের কাছে গেট খুলে দেওয়ার অনুরোধ করেন কার্যালয়ের কর্মকর্তা প্রাক্তন আইজিপি এম এ কাইয়ুম।
কিন্তু গেট না খোলায় নেতাকর্মীরা গেট ধরে ধাক্কাধাক্কি করতে থাকে। একপর্যায়ে অপর পাশ দিয়ে পিপার স্প্রে ছোঁড়ে পুলিশ। এর প্রতিক্রিয়ায় তিন সাংবাদিকসহ প্রায় ১০ নেতাকর্মী আহত হন।
পুলিশের নিক্ষেপ করা পিপার স্প্রের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘এখানে কি ঘটেছে, যে পিপার স্প্রে নিক্ষেপ করতে হলো। কেন এই কাজ করলেন? দেখছেন না কথা বলছি। কথাও বলতে দেবেন না নাকি। পুলিশ চুপ করে থাকলেই তো হয়।’
তিনি বলেন, পুলিশ বাহিনীর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু একটি বিশেষ জেলার পুলিশ এই বাহিনীর ইমেজ নষ্ট করছে। এই বাহিনীর মধ্যে দলীয় এজেন্ট ঢুকে গেছে। বাড়াবাড়ি করবেন না, এর পরিণতি ভালো হবেনা।’
এদিকে বক্তব্যের সময়ই খালেদা জিয়া পিপার স্প্রের কারণে অনেকটা অসুস্থ হয়ে পড়েন। তাকে একাধিবার কাশতে দেখা যায়।