পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে গেলেন পাপিয়া
প্রকাশিত হয়েছে : ৮:০৩:৩৬,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকে সৈয়দা আশরাফি আসপিয়া পাপিয়াসহ তিন মহিলা নেত্রী পুলিশের চোখ ফাঁকি দিয়ে বের হয়ে গেছেন। এ নিয়ে পুলিশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাদের বের হওয়া নিয়ে একে অপরকে দোষারোপ করছেন। এতে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর হাত ছিল কিনা তা নিয়ে সন্দেহ করছে প্রশাসন।
শনিবার রাত থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিযার সাথে তারা অবরুদ্ধ ছিলেন। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে , মঙ্গলবার রাতে পাপিয়াসহ কয়েক জন মহিলা সাবেক এমপি বের হয়ে গেছেন। কিভাবে গেছেন তা বলেননি।
৮৬ নম্বর সড়কের ৬ নম্বরের এই বাসাটি খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়। চারদিন ধরে এই কার্যালয়ের গেটের সামনে এক সারিতে মহিলা পুলিশ ও অন্য সারিতে পুরুষ পুলিশের দল নিয়ে দুই স্তরের নিরাপত্তা বসানো হয়েছে। জলকামান ও পুলিশের বড় লরি রাস্তার ওপর আড়াআড়িভাবে রেখে ৮৬ নং সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষজনকেও বিকল্প পথে চলাচল করতে বলেছেন পুলিশ সদস্যরা। গেটের বাইরে থেকে পুলিশের লাগানো তালা ঝুলছে। কার্যালযে কাউকে তারা প্রবেশ করতে দিচ্ছে না। এতসব নিরাপত্তা মাঝেও কিভাবে তারা বের হলেন এটাই সবার প্রশ্ন?