পুলিশের গাড়িচাপায় ১ যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ৮:৩৬:৫৮,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
লক্ষ্মীপুরের পুলিশের পিকআপভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী যুবক বাবুল হোসেন (৩২) নিহত হয়েছেন।
চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে কুমিল্লা বিশ্বরোডে বুধবার রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান।
এর আগে দুপুর ৩টার দিকে কমলনগর উপজেলার হাজিরহাট দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের নুর মোহাম্মদ চৌধুরীর ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন। সম্প্রতি দেশে ফিরেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, বাবুল মোটরসাইকেল যোগে হাজিরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দক্ষিণ বাজারে পৌঁছলে বিপরিত দিকে থেকে আসা সহকারী পুলিশ সুপার সৌকত শাহিনকে বহনকারী পুলিশের পিকআপটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী বাবুল।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের পরার্মশে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত বাবুলের ভাই শাহজাহান ও তার স্বজনরা জানায়, বাবুল পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেও পুলিশ তাকে উদ্ধার না করে উল্টো তার ওপর ক্ষিপ্ততা দেখায়। আটক করে তার মোটরসাইকেল। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ আহত মোটরসাইকেল আরোহী প্রবাসী বাবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ ব্যাপারে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার সৌকত শাহিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।