পিসিবির শর্ত,পাকিস্তানের বাংলাদেশ সফর বাতিলের সম্ভাবনা
প্রকাশিত হয়েছে : ১০:৫৬:০৭,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: আগামি এপ্রিল-মে মাসে পূর্নাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সফরকে ঘিরে কঠিন কিছু শর্ত জুড়ে দিয়েছে। বাংলাদেশে এই সিরিজের আয়ের ৫০ শতাংশ চায় পাকিস্তান। বাংলাদেশকে তাদের অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দল পাকিস্তানে পাঠাতেও বলছে পিসিবি।
ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই শর্ত মেনে নিলে পাকিস্তান বাংলাদেশ সফরে আসবে বলে সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
প্রসঙ্গত, ২০১২ সালের এপ্রিল ও ডিসেম্বরে বিসিবি পাকিস্তান সফর বাতিল করায় ২০১৩ সালের বিপিএলে পাকিস্তানের সব খেলোয়াড়কে প্রত্যাহার করে পিসিবি। পরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও ক্রিকেটারদের পাঠায়নি তারা।
২০০৯ সালের মার্চে সফররত শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে টেস্ট খেলুড়ে দেশগুলোর সফর বন্ধ রয়েছে। তবে ২০১৪ সালের ডিসেম্বরে কেনিয়া জাতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে এসেছিল। পাকিস্তান ‘এ’ দলের সাথে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেয় কেনিয়া।
শর্ত না মানলে সিরিজ বাতিল করবে বলেও জানিয়েছে পিসিবি। কারণ হিসেবে দেখানো হয়েছে যে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মতো দলের সাথে খেললে তাদের কোনো আর্থিক লাভ নেই।