পিলখানায় প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৫:৩৪:০২,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবি দিবস উপলক্ষে সদর দফতর পিলখানায় আয়োজিত কর্মসূচি পরিদর্শন করেছেন।
সকাল সাড়ে ৯টায় তিনি বিজিবি সদর দফতরে যান।
এসময় তিনি বীরত্বপূর্ণ অবদান রাখায় বিজিবির জওয়ান ও অফিসারদের রাষ্ট্রীয় পদক প্রদান করেন।
প্রধানমন্ত্রী প্রায় ছয় বছর পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতর পিলখানায় যান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে গিয়েছিলেন। ২৬ ফেব্রয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭২ জন নিহত হন।