পিরোজপুরের জিয়ানগেরে গণপিটুণিতে ডাকাত নিহত
প্রকাশিত হয়েছে : ৮:২৮:১৮,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: পিরোজপুরের জিয়ানগরে গণপিটুনিতে সিদ্দিকুর রহমান রাসেল (৪০) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রবিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় সঙ্গে থাকা ইন্দুরকানী থানার এসআই অনুপ কুমার ডাকাত সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে ৭-৮ জনের একটি ডাকাত দল উপজেলার কচা নদী সংলগ্ন টগড়া গ্রামের স্থানীয় আ’লীগ নেতা নাসির উদ্দিনের বাড়িতে ঢুকে ঘরের ঢোকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মোবাইলসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে চলে যাবার সময় গৃহকর্তার ছেলে সাইফুল ইসলাম সিদ্দিকুর রহমান রাসেল নামে এক ডাকাত সদস্যকে লাঠি দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে গণপিটুনি দেয়া হয়। এ সময় ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এলে অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়।
পরে পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে আহত ডাকাত সদস্যকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে সে মারা যান। এ ঘটনায় গৃহকর্তা নাসির উদ্দিন বাদী হয়ে গতকাল রবিবার ইন্দুরকানী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন।