পাহাড়ের চূড়ায় মিম যখন কনে
প্রকাশিত হয়েছে : ১১:১৫:২৭,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: বিদ্যা সিনহা মিম এখনও বিয়ে করেননি। আগামী কয়েক বছরেও সে সম্ভাবনা নেই বলে জানিয়ে রেখেছেন তিনি। তাহলে কনের সাজে দেখা গেলো যে!
জানা গেলো, বান্দরবানে পিক সিক্সটি নাইন, অর্থাৎ সেখানকার সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় তিন দিন ‘পদ্মপাতার জল’ ছবির দৃশ্যায়ন চলছে। গল্পের প্রয়োজনে সেখানে মিমকে বধূ সাজতে হয়েছে। ছবিটিতে তার সহশিল্পী ইমন।
মিম বলেন, ‘মাঝে ঝড়ো হাওয়ার কারণে কাজ বন্ধ ছিলো। আর এখানে মোবাইলের নেটওয়ার্কিং ঝামেলাও পোহাতে হচ্ছে। অনেক সময় দরকারেও কেউ কেউ খুঁজে পাচ্ছে না আমাদের।’
বান্দরবানে আরও দুই-তিন দিন ছবিটির কাজ শেষ করে ঢাকায় ফিরে ‘সুইটহার্ট’ এবং ‘গুড মর্নিং লন্ডন’ ছবির কাজ শেষ করবেন মিম।