পাশাপাশি সুরঞ্জিত-নাছির উৎফুল্ল সাধারণ জনতা
প্রকাশিত হয়েছে : ১১:৩৭:০৫,অপরাহ্ন ২৭ মে ২০১৫
দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটি পাড়া ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম লিটনের জানাযায় শরীক হতে বিকেল পাঁচটার দিকে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক নাছির চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ইউনিয়নের শাহজালার বাজারে আসেন, এর প্রায় ৩০ মিনিট পর হেলিকপ্টার যোগে ঢাকা থেকে শাহজালাল বাজারে আসেন এলাকার সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
হেলিকপ্টার থেকে নেমে সুরঞ্জিত সেনগুপ্ত দলীয় নেতা কর্মীদের নিয়ে প্রয়াত চেয়ারম্যানের মর দেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, এর পর চলে যান ইউনিয়ন পরিষদের কার্যালয়ে। সেখান পূর্ব থেকে বসে থাকা নাছির চৌধুরীর পাশে যেতেই নাছির চৌধুরী দাড়িয়ে হাত মেলান এবং নিজের আসন ছেড়ে দিয়ে বসতে দেন সুরঞ্জিত সেনকে।
নাছির চৌধুরীর ব্যবহারে মুগ্ধ হন সুরঞ্জিতসহ দুই মেরুর সকল নেতাকর্মীরা। সৃষ্টি হয় আনন্দমুখর পরিবেশের, প্রায় ঘন্টাব্যাপি অফিস ভর্তি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সামনে আলাপ চারিতায় ব্যস্ত থাকেন চির প্রতিদ্বন্দ্বী এ দুই রাজনৈকিত নেতা।
আলাপ চারিতায় সুরঞ্জিত সেন বলেন, যেখানে রাজনৈতিক কারণে আমাদের কখনো এক টেবিলে বসা হয়নি কিন্তু আজ লিটনের মৃত্যুতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক টেবিলে বসেছি, তাঁর জানাযায় মানুষের ঢল দেখে মনে হয় সে সবার কাছে প্রিয় ছিল।
নাছির চৌধুরী বলেন, আমরা একই এলাকার লোক আমাদের মধ্যে রাজনৈতিক মতানৈক্য থাকলেও এলাকার সামাজিক ধর্মীয় ও উন্নয়ন মুলক কাজে আমাদের মাঝে কোনো মত বিরোধ নেই। এটাই রাজনীতির আদর্শ, আমি রাজনীতি করি মানুষের কল্যাণে। তাদের আলাপ চারিতায় দুই মেরুর নেতা কর্মীরা উৎফুল্ল হন।